
গতকাল ওড়িশা সরকার প্রথম লকডাউনের মেয়াদ বৃদ্ধি করে ৩০ শে এপ্রিল করলো। ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসেবে ওড়িশাই এই সিদ্ধান্ত নিল। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক একটি সাংবাদিক সম্মেলনে বলেন,”করোনাভাইরাস হল শতাব্দীর সবচেয়ে বড় ত্রাস মানবজাতি আগে যার সম্মুখীন হয়নি। জীবন আর আগের মত হবে না। আমাদের সকলকে অবশ্যই এটি বুঝতে হবে এবং সাহসের সাথে এটির মুখোমুখি হতে হবে। আমাদের ত্যাগ ও ভগবান জগন্নাথের আশীর্বাদে আমরা একদিন ঠিক এই বিপদ থেকে মুক্ত হবো।”
তিনি একটি বিবৃতিতে 30শে এপ্রিল পর্যন্ত কেন্দ্রকে ট্রেন ও বিমান পরিষেবা শুরু না করার জন্য অনুরোধ করেছেন। সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ ই জুন পর্যন্ত বন্ধ থাকবে। কৃষি, পশুপালন প্রভৃতি মানুষের খাদ্য সম্পর্কিত কাজ সামাজিক দুরত্ত্ব মেনে চালু থাকবে। পণ্য পরিবহনের অবাধ অনুমতি দেওয়া হয়েছে।
এখনও পর্যন্ত ওড়িশায় কমপক্ষে ৪২ জন মানুষ করোনা আক্রান্ত এবং ২ জন মৃত।