সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
-Advertisement-
বিশ্বকে দ্রুত ছড়িয়ে দেওয়া ঘাতক করোনভাইরাস চোখের মাধ্যমে ধরা পড়তে পারে বলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন। চীনা চিকিৎসক ওয়াং গুয়াংফা আশঙ্কা করছেন যে তিনি সার্স-জাতীয় সংক্রমণে আক্রান্ত হয়ে থাকতে পারেন কারণ তিনি প্রতিরক্ষামূলক গগলস পরে নি চিকিৎসার সময়।
বিশেষজ্ঞরা দাবী করেছেন যদি আক্রান্তের হাতে ভাইরাস থাকে তবে তা চোখে সংক্রমিত হতে পারে। এমনকি হাঁচি-কাশির মাধ্যমে ছড়ানো ভাইরাস চোখ অব্দিও পৌঁছে যেতে পারে। তাই মাস্ক ছাড়াও সবাইকে গগলস পরতেও বলা হচ্ছে বাইরে বেরোনোর সময়।
-Advertisement-