
সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : সম্প্রতি BBC সূত্রে জানতে পারি, মৌসুমী পরিবর্তনের ফলে শব্দ এবং ভূকম্পনের ওঠানামা একদম নতুন কিছু নয়া। লন্ডনের ইস্পেরিয়াল কলেজের স্টিভেন হিক্স বলেছেন লন্ডন এবং ওয়েলস এর মধ্যে যোগাযোগের প্রধান মহাসড়ক এম ফোরের ওপর গাড়ি চলাচল কমে যাওয়ায় ওই সড়কের দুই ধারের এলাকাগুলোতে ভূকম্পন অনেক কমে গেছে। পৃথিবীর কাঁপুনি যে কমে গেছে তা প্রথম লক্ষ্য করেন বেলজিয়ামের রয়েল অবজারভেটরির বিজ্ঞানীরা। ইনস্টিটিউট অফ অর্থ ফিজিক্সের একজন গবেষক বলেছেন ফ্রান্সের রাজধানীতে ভূকম্পন ‘ নাঠকীয় মাত্রায়’ কমে গেছে।
নেপালের ভূকম্প বিদরা একই প্রবণতা লক্ষ্য করেছেন লকডাউন এর আগের তুলনায় ১- ২০ হাটস ফ্রিকোয়েন্সিতে ভূ-পৃষ্ঠর দুলুনি এখন অনেক কম।