
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
করোনা অতিমারীর ধাক্কায় সমগ্র পৃথিবী যেখানে টালমাটাল সেখানে আবার নতুন করে পাওয়া গেল ইবোলা আক্রান্তের খবর। কঙ্গো রিপাবলিকের বেনি শহরে কাল নতুন করে একজনের শরীরে ইবোলা ভাইরাসের উপসর্গ মিলেছে।

WHO এর ডিরেক্টর জেনারেল ডঃ তেদ্রস বলেন,” এটি স্বাগত জানানোর মত খবর না হলেও প্রত্যাশিতই ছিল। বেনি এবং অন্যান্য উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল্গুলিতে আমরা কড়া নজর রেখেছি যাতে এর সংক্রমন প্রতিরোধ করতে পারি। ইতিমধ্যেই যারা ওই সংক্রমিত ব্যাক্তির সাথে যোগাযোগ করেছে তাদের খোঁজার চেষ্টা চলছে। এখন প্রাথমিক কাজ হল চিহ্নিত ব্যাক্তিদের ভ্যাকসিন দেওয়া আর তাদের ওপর নজর রাখা।”
তিনি আরও বলেন,” আমরা যতক্ষণ না কোভিড-১৯ ও ইবোলার প্রাদুর্ভাব শেষ না করতে পারি ততক্ষণ পর্যন্ত সম্মিলিত লড়াই চালিয়ে যাব।”
এর আগে শেষ ইবোলা আক্রান্ত ব্যাক্তির শরীরে দুবার পরীক্ষার ফল নেতিবাচক হওয়ায় তাকে ৩ রা মার্চ চিকিতসাকেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত ৩,৪৫৬ জন আক্রান্ত ও ২,২৭৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায় এই রোগকে ঘিরে।