
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
নতুন আশার আলো জ্বালাল আমাদের রাজ্যের বেঙ্গল কেমিক্যালস ওষুধ প্রস্তুতকারক কোম্পানি। রাজ্যেই তৈরি হতে চলেছে হাইড্রক্সিক্লোরোকুইন নামক সেই অমৃত যা মহামারী করোনা মোকাবিলায় এখনও পর্যন্ত সবচেয়ে সহায়। করোনা সংক্রমিতদের সংস্পর্শে আসা চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মী ও আক্রান্তদের পরিবারের সদস্যদের প্রয়োজনে হাইড্রক্সি ক্লোরোকুইন ব্যবহারের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। তবে, অতি অবশ্যই চিকিৎসকের অনুমতি স্বাপেক্ষেই একমাত্র এই ওষুধ গ্রহণ করতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও কিছুদিন আগে ভারত সরকারের কাছে আবেদন রেখেছিলেন এই ওষুধ রপ্তানির জন্য। ভারত তাঁর ডাকে সাড়া দিয়েছে। গত শুক্রবার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যালসকে হাইড্রক্সি ক্লোরোকুইন তৈরির ছাড়পত্র দিল রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ। আবেদন জানানোর ২৪ ঘণ্টার মধ্যেই মিলল ছাড়পত্র। বেঙ্গল কেমিক্যালস সূত্রে খবর, দু’ধরনের ওষুধ তৈরি হবে– হাইড্রক্সিক্লোরোকুইন-২০০ ও হাইড্রক্সিক্লোরোকুইন-৪০০।
আগে চীন থেকে সস্তায় কাঁচামাল আসত কিন্তু এখন সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় মুম্বই ও আমদাবাদ থেকে তা সরবরাহ হতে পারে বলে সংস্থার এমডি পি এম চন্দ্রাইয়া জানান। এই প্রতিষ্ঠানটি আগে ম্যালেরিয়ার ওষুধ ক্লোরোকুইন তৈরির জন্য বিখ্যাত ছিল, এছাড়া অ্যান্টি ভাইরাল ড্রাগ অ্যাজিথ্রোমাইসিনও প্রস্তুত হয় এখানে। এবার সেখানে তৈরি হবে হাইড্রক্সিক্লোরোকুইন।