সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
ইরানের তেহরানের একটি মসজিদ রাতারাতি রূপান্তরিত হল করোনা প্রতিরোধের মাস্ক তৈরির কারখানায়। মহিলা সেচ্ছাসেবী যারা এতদিন যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের পরিচর্যা করতেন তারাই নিয়োজিত হলেন এই কাজে। প্রায় ১৫ জন এই কারখানায় মাস্ক তৈরি করেন। সমস্তরকম সুরক্ষাবিধি মেনে তারা এই কাজ চালিয়ে যাচ্ছেন।
ইরান করোনাভাইরাসের আক্রমনে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশগুলির একটি। ২০১৮ সালে পারমানবিক চুক্তি থেকে বেরিয়ে আসার পর আমেরিকা ইরানের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করেছিল। তাই এমনিতেই সেই দেশের অর্থনীতি ভয়ানকভাবে বিপর্যস্ত। তার ওপর এই মহামারীর প্রাদুর্ভাব দেশটিকে চরম ক্ষতির দিকে নিয়ে গেছে।
এই মাস্কগুলি তেহরান ও তার আশেপাশের হাসপাতালগুলিতে পাঠানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেচ্ছাসেবক বলেন,” এর মাধ্যমে আমরা ইমাম জামানের হৃদয়কে খুশী করতে পারি।” ইমাম জামান হলেন মুসলিম শিয়া সম্প্রদায়ের ১২ জন পবিত্র ইমামের সর্বশেষ ইমাম।