
সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : বেহালা ডায়মন্ডহারবার রোড সুধাসিন্ধু মার্কেটের ভিতরে প্রায় 1200 লোকেদের হাতে খাদ্যদ্রব্য তুলে দিলেন আই এন টি টি ইউ সির নেতা শক্তি মণ্ডল।খাদ্য সংগ্রহ কারী দের উদ্দেশ্যে বার্তা দিলেন, আপনারা বেরোবেন না বাড়ি থেকে, আপনাদের মাথার উপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের কিছু হলে আমি শক্তি মণ্ডল আপনাদের পাশে আছি। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২.১০ লাখ টাকার চেক্ তুলে দেবেন বলে অঙ্গীকার করেন শক্তি মণ্ডল।
-Advertisement-
