সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
বাংলাদেশের কিশোরগঞ্জের অন্তর্গত ভৈরব থানার একজন সাব-ইন্সপেক্টর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় ওই থানার সব পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনে জরুরি ভিত্তিতে জেলা পুলিশ বিভাগ থেকে ৪ জন অফিসারসহ ৩৫ জন পুলিশকে ভৈরব থানায় পাঠানো হয়েছে। ওই ঘটনার সাথে যুক্ত ৫ জন ডাক্তারকেও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সব মিলিয়ে কোয়ারেন্টাইনে গেছেন ৬৯ জন।
এদের মধ্যে ৩১ জনকে হোম কোয়ারেন্টাইন ও ৩৩ জনকে স্থানীয় শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্য দপ্তর পুরো থানাটিকে লকডাউন ঘোষণা করে দিয়েছে।