-Advertisement-

করোনা সচেতনতায় দেশজুড়ে পুলিশের অভিনব কৌশল

দেশের খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

দেশজুড়ে কোভিড-১৯ এর প্রভাবে জাতীয় লকডাউনের মধ্যে কিছু রাজ্যের পুলিশ গন-সচেতনতার জন্য কিছু অভিনব পন্থা অবলম্বন করছে। সোশ্যাল মিডিয়ায় গুজব বা ভুয়ো খবর ছড়ালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কার্টুন আর ছবির মাধ্যমে কিছু জায়গায় বারবার হাত ধোয়ার প্রয়োজনীয়তা, সামাজিক দুরত্ত্ব বজার রাখার মত গুরুত্ত্বপূর্ণ পদক্ষেপগুলি বোঝান হচ্ছে। পশ্চিমবঙ্গের কয়েকটি থানার পুলিশকে দেখা গেছে পথে নেমে গান গেয়ে মানুষকে উজ্জীবিত করতে।

-Advertisement-

অন্ধ্রপ্রদেশের কাশিবুজ্ঞা জেলার পুলিশরা অঙ্কনশিল্পীকে দিয়ে যমরাজ, চিত্রগুপ্তর ছবির সাথে করোনার ভয়াবহতা এঁকে মানুষকে সতর্ক করছেন। পাঞ্জাব পুলিশ আবার মাথায় করোনাভাইরাস আকৃতির হেলমেট পরে রাস্তায় নেমে জনগনকে অনুরোধ করছেন ঘরে থাকার জন্য। এছারা টিকটক, শেয়ার চ্যাট, ফেসবুক ইত্যাদির মাধ্যমেও তাঁরা ক্রমাগত সাবধান করেই যাচ্ছেন জনগনকে। ‘দিপু দি বিরিয়ানী’ নামে একটি কার্টুন চরিত্রের মাধ্যমে পাঞ্জাব পুলিশ ঘরে থেকে নিজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে বলছেন, যেমন ছবি আঁকা, গান রেকর্ড করা, বাগান করা ইত্যাদির মাধ্যমে।

-Advertisement-

এইভাবে পুলিশ প্রশাসন এক অনবদ্য রূপে মানুষের পাশে দাঁড়াতে চাইছেন এই অশান্ত সময়ে যা সত্যিই প্রশংসনীয়।

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-