সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : সূত্রের খবর কলকাতা বিভিন্ন এলাকায় লকডাউনে মদ্যপায়ীদের গলা ভেজাতে কলকাতায় গজিয়ে উঠেছে বেআইনিভাবে মদ ডেলিভারির একাধিক চক্র। পুলিশ সূত্রে খবর তিলজলা থানার পুলিশ এরকমই একটি চক্রকে গ্রেফতার করে। নোনাডাঙ্গা এলাকায় দেশী মদ এবং বিয়ারের অর্ডার ছিল বলে তারা সেগুলি ডেলিভারি করতে এসেছিল। তবে বিলেতি মদও বিক্রি করে তারা। নোনাডাঙ্গা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, গাড়িটিকে আটক করে। । গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় মদের বোতল গুলি।ধৃতদের থেকে ২৩ বোতল দেশী মদ এবং ২২ বোতল বিয়ার পাওয়া গিয়েছে।
-Advertisement-