সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : সূত্রের খবর রাজ্য সরকার এখনও পর্যন্ত হটস্পটের ব্যাপারে কিছু খোলসা না করলেও টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে গত তিন সপ্তাহে রাজ্যের যে যে প্রান্ত থেকে করোনারোগীর সন্ধান মিলেছে এই তালিকায় সেই সব জায়গা রয়েছে।
এই তালিকায় রয়েছে কলকাতার আলিপুর, পণ্ডিতিয়া রোড, মুদিয়ালি, ভবানীপুর, বড়োবাজার এবং নয়াবাদ। এ ছাড়া হাওড়ার শিবপুর, উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া, পূর্ব মেদিনীপুরের এগরা এবং কালিম্পং রয়েছে এই তালিকায়।
-Advertisement-