সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
দীর্ঘ লকডাউনের ফলে অনেক মানুষের রুজিরোজগার প্রায় বন্ধের পথে। অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে যেখানে গোটা দেশ তথা পৃথিবী, সেখানে এই বিপদে পাশে দাঁড়াল ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ।
বেহালা পূর্ব বিধানসভার অন্তর্গত ১২০ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীরা কোমর বেঁধে নামলেন জনসেবায়। তাঁদের উদ্যোগে গত রবিবার প্রায় ৪০৭ টি পরিবারের মধ্যে দুধ, বিস্কুট, কেক, ডিম, কলা বিতরণ করা হয়। এই ত্রান বিতরণ হয় মূলতঃ আড্যিবাগান, ইন্দ্রজিত পল্লী, রোজ ভ্যালী ও ঘোষপাড়া অঞ্চলে। এছাড়াও প্রায় প্রতিদিন ই এলাকার কোন না কোন অঞ্চলে খাদ্যসামগ্রী বিতরণের কাজ করেই চলেছেন তাঁরা। এলাকার সাধারন মানুষ অকুণ্ঠ ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন এই মহান উদ্যোগকে।