সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
অনেকের মত লকডাউনের জেরে কাজ হারিয়েছেন যৌনকর্মী ও রুপান্তরকামীরা। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে নবান্নের এক বিবৃতিতে বলে,” কলকাতায় কিছু ট্রান্সজেন্ডার আছে, লিটল স্টার আছে, যৌন-পল্লি এলাকা আছে। আমি কিছু স্বেচ্ছাসেবকদের দিয়ে আগেই সাহায্য করেছি। খেয়াল রাখতে হবে যাতে যৌনকর্মীরা রোজ খাবার পান।”
এরপরেই গত ৩০ শে মার্চ রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সোনাগাছিতে গিয়ে কাজ হারানো মহিলাদের হাতে চাল, ডাল, আলু, আটা তুলে দেন ও ৩১ শে মার্চ থেকে মহিলা ও শিশুদের একবেলা খাওয়ানোরও ব্যবস্থা করেন। এর পাশাপাশি যৌনকর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটির তহবিলে ১ লাখ ৩০ হাজার টাকা জমা পড়ে তাঁদের আবেদনে সাড়া দেওয়া সোশাল মিডিয়ার কিছু মানুষের সৌজন্যে।
সোনাগাছি ছাড়াও কালীঘাট, বৌবাজার, চেতলা, খিদিরপুর অঞ্চল মিলিয়ে রাজ্যে প্রায় ৩০ হাজার যৌনকর্মীর বসবাস। আগামী তিনমাস তাঁদের রোজগার অনিশ্চয়তার মুখে। এই অবস্থায় সরকার ছাড়াও অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থার মুখের দিকে তাকিয়ে আছেন তাঁরা সাহায্যের আশায়।