
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
করোনা আক্রান্ত অবস্থায় অত্যন্ত সংকটজনক মুহূর্ত কাটিয়ে আপাতত স্থিতিশীল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের। তিনি বলেছেন এরা তাঁর সঠিক চিকিৎসা ও যত্ন না করলে তাঁর ‘অন্যকিছুও হতে পারতো’।
তিনদিন ইনটেনসিভ কেয়ার ইউনিটে কাটিয়ে তিনি হাসপাতালের সমস্ত কর্মীদের ‘ব্যাক্তিগত সাহস’ এর প্রশংসায় পঞ্চমুখ। বিশেষ করে নিউজিল্যান্ডের বাসিন্দা জেনি ও পর্তুগালের লুইস নামক দুজন নার্স যারা ৪৮ ঘণ্টা নিরন্তর তাঁর পাশে থেকে তাঁকে বিপদমুক্ত করেছে, তাঁদের সেবায় অভিভূত তিনি। এছাড়া আরও কয়েকজন কর্মীর নাম নিয়ে তাদেরও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন ন্যাশনাল হেলথ সারভিসের সমস্ত কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন রুগীদের সেবায়। তবে তাঁর মেডিকেল টীম এখনই তাঁকে কাজে ফিরতে পরামর্শ দেয় নি। আপাতত তিনি তাঁর নিজের বাসভবন চেকার্সে থেকেই প্রশাসনিক কাজ চালিয়ে যাবেন।