-Advertisement-

লকডাউনের কড়াকড়ি বজায় রাখতে আবার কেন্দ্রের চিঠি রাজ্যকে

পশ্চিমবঙ্গ

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

একদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর রাজ্যের লকডাউনের কড়াকড়ি ধীরে ধীরে শিথিল হওয়ার কারনে রাজ্যকে ভৎসনা করে চিঠি দিয়েছিল। গত রবিবার শিলিগুড়ি ও মুর্শিদাবাদের লকডাউন পরিস্থিতির অবনতি হওয়ায় কড়াকড়িগুলি কঠোরভাবে মেনে চলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে রোববার রাজ্য সরকারকে আরেকবার চিঠি দেওয়া হয়।

রবিবার এমএইচএর (অভ্যন্তরীণ সুরক্ষা বিভাগ) উপ-সচিবের চিঠিটি রাজ্যের মুখ্য সচিব এবং ডিজিপিকে পাঠান হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, শিলিগুড়িতে প্রয়োজনীয় পণ্য সরবরাহের সঙ্গে যুক্ত থাকা লোকজনের একটি বিশাল সমাবেশ ছিল এবং কম অপরিহার্য জিনিসপত্রের দোকান খোলা ছিল। এছাড়া মুর্শিদাবাদ জেলার কয়েকটি মসজিদেও তালাবন্ধন লঙ্ঘন করা হয়েছিল। ভবিষ্যতে এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য জেলা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সেই অনুযায়ী নির্দেশ দেওয়া হয়।

-Advertisement-

৪ ঠা এপ্রিল থেকে ১০ ই এপ্রিল পর্যন্ত এখনও অব্দি রাজ্যের কাছে স্বরাষ্ট্র দপ্তরের মোট তিনবার সতর্কবার্তা প্রেরণ এবং বারবার লঙ্ঘন কি রাজ্যকে বিপদসীমার দিকে নিয়ে যাবে আগামী দিনে? এই আশঙ্কা থেকেই গেল।

-Advertisement-

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-