-Advertisement-

সন্ন্যাসী কৃপাকরানন্দ এই দুর্দিনে ফিরে এলেন ডাক্তারের ভূমিকায়

কলকাতা পশ্চিমবঙ্গ

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

এ যেন স্বয়ং বিবেকানন্দের মর্ত্যে ফিরে আসা এই অশান্ত সময়ে ত্রাতার ভূমিকায়। রূপে এবং গুণে স্বামীজির প্রায় সমকক্ষ এই তরুন সন্ন্যাসী। নাম দেবতোষ চক্রবর্তী, মাধ্যমিকে পঞ্চম, উচ্চমাধ্যমিকে সপ্তম, জয়েন্টে মেডিক্যালে সপ্তদশ। বাল্যজীবন থেকেই বহুমুখী প্রতিভার অধিকারী এই তরুন কলকাতা এনআরএস মেডিকেল কলেজে ভর্তি হন। এরপর দিল্লী এইমস থেকে কার্ডিওলজিতে M.D করে পাড়ি দিলেন মার্কিন মুলুকে আরও গবেষণার উদ্দেশ্যে। বেশ কয়েকবছর হার্টের ওপর গবেষণা করার পরে হঠাৎ তিনি নিখোঁজ হয়ে যান। অনেক বছর পরে খবর পাওয়া যায় যে, দেবোতোষ সন্ন‍্যাস নিয়েছে, বর্তমান নাম কৃপাকরানন্দ। তাঁর একসময়ের বন্ধুরাও এই খবরে হতবাক হয়ে যায়।

কামারপুকুরে জয়ন্ত মহারাজের কাছের থেকে জানতে পারা যায় দেবতোষ মহারাজ বেলুড় মঠের আরোগ‍্য ভবনের দায়িত্ব নিয়ে ফিরে এসেছেন। এই করোনা বিধ্বস্ত সময়ে আবার তিনি হাতে তুলে নিয়েছেন স্টেথোস্কোপ, ফিরে এসেছেন পুরোদস্তুর ডাক্তারের ভূমিকায়। বাংলার ঘরে ঘরে এমন সোনার ছেলে জন্মাক এই কামনা করছে রাজ্যবাসী।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-