
সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : রমেশ রায় :
দীর্ঘ লকডাউন এর জন্য অনেক মানুষের রুটি রোজগার প্রায় বন্ধের পথে। মানুষদের ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে ।সেই লকডাউনে দিনে দেখা গেল সাহাপুর মেইন রোডের কমল অধিকারীর বাড়িতে তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে তার পুত্র কমল অধিকারী বন্ধুদের নিয়ে সকালবেলা কিছু বিপদগ্রস্থ মানুষদের হাতে চাল ডাল আলু তুলে দিলেন, জানালেন মায়ের উদ্দেশ্যে সামান্য কিছু দান।
-Advertisement-