-Advertisement-

প্রধানমন্ত্রী লকডাউনের মেয়াদ বাড়ালেন ৩ রা মে পর্যন্ত

দেশের খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

আজ সকাল ১০ টায় দূরদর্শনে আবার সরাসরি সম্প্রচারিত হল প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে এই সংকটের আবহাওয়ায় কিছু আশ্বাসবাণী।

বর্তমান করোনা পরিস্থিতি এবং দেশের অবস্থা বিচার করে তিনি লকডাউনের মেয়াদ বৃদ্ধি করে দিলেন ৩ রা মে পর্যন্ত। তিনি জানান, আমাদের তুলনায় অনেক শক্তিশালী দেশগুলির করোনা পরিস্থিতি আগে আমাদের মতই ছিল। কিন্তু এখন তুলনায় প্রায় ১০ গুন বেশী হয়ে গেছে। দেশবাসীদের সচেতনতায় এবং প্রথম করোনা আক্রান্তের খবর পাওয়ামাত্র সমস্ত এয়ারপোর্টে স্ক্রিনিং সিস্টেম চালু করে দেওয়ায় তা অনেকটাই রুখে দেওয়া গেছে। এছাড়া আক্রান্তের সংখ্যা মাত্র ৫৫০ ছাড়াতেই ২১ দিনের লকডাউন ঘোষণা করায় পরিস্থিতি অনেকটাই আয়ত্তে।

-Advertisement-

তিনি আরও বলেন,” আমাদের আরও শক্তহাতে এই সমস্যার মোকাবিলা করতে হবে। বিশেষ করে নতুন কোন অঞ্চলে যাতে আর এই মারণব্যাধি ছড়িয়ে না পড়ে সেদিকে কড়া নজর রাখা ও যথাযথ সুরক্ষাবিধি মেনে বাড়িতে থাকার ওপর জোর দিতে হবে। হটস্পট সম্বলিত অঞ্চল ছাড়া কম আক্রান্ত অঞ্চলগুলিতে ২০ শে এপ্রিলের পর থেকে পর্যায়ক্রমে বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু ছাড়ের ব্যবস্থা করা হবে।”

-Advertisement-

প্রসঙ্গত, আগামী ৫ দিন রাজ্যে বিশেষ কড়াকড়ি করা হবে প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে চলা ও ইচ্ছেমত বেরোনো নিয়ে। প্রশাসনের তরফে বারবার অনুরোধ জানিয়েও কোন ফল পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই মাস্ক না পরলে কড়া ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তর থেকে রাজ্যকে তিনবার সতর্ক করে চিঠিও দেওয়া হয়েছে। তাই এবার আরও কঠোর হচ্ছে রাজ্য প্রশাসন।

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-