সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
বাংলাদেশের পটুয়াখালির জেলা প্রশাসক এ আর খান গত মঙ্গলবার দেশের প্রথম ভাসমান কোয়ারান্টিন সেন্টারটির উদ্বোধন করেন। অবৈধ এবং অবাধ প্রবেশাধিকার আটকাতে বাংলাদেশ সরকার এই পরিকল্পনাটি গ্রহন করেন।
সম্প্রতি, নারায়ণগঞ্জ, যা ইতিমধ্যে বাংলাদেশে করোনভাইরাস কেন্দ্রস্থল হিসাবে চিহ্নিত হয়েছে, সেখান থেকে বহু লোক পটুয়াখালীতে প্রবেশ করেছে এবং বাড়িতে থাকার সরকারী আদেশ লঙ্ঘন করেছে। বাংলাদেশের ডেপুটি কমিশনার মতিউল ইসলাম চৌধুরী এই মর্মে বলেন,” জেলার মধ্যে প্রবেশ পরীক্ষা করতে প্রশাসনের প্রত্যেককে পুরো সতর্কতা অবলম্বন করতে বলেছি। আমরা যখন পটুয়াখালীতে আসা ট্রলার বা নৌকায় যাত্রী পাব, সঙ্গে সঙ্গে তাদের ১৪ দিনের জন্য ভাসমান কোয়ারেন্টাইন ইউনিটে পাঠানো হবে।” কর্মকর্তারা জানিয়েছেন, জেলা প্রশাসন ইতিমধ্যে রুগীদের সুবিধার্থে চিকিত্সক, নার্স এবং ওষুধের ব্যবস্থা করেছে এবং আইন প্রয়োগকারীরাও সেখানে মোতায়েন করা হবে।
বাংলাদেশ সরকার প্রথম ২৬ শে মার্চ থেকে ৪ ঠা এপ্রিল পর্যন্ত দেশে লকডাউন ঘোষণা করেন। পরে সেটা বাড়িয়ে ২৫ শে এপ্রিল অব্দি করা হয়। মঙ্গলবার পর্যন্ত WHO এর বিবৃতি অনুযায়ী ৪৬ জন মৃত ও ১,০১২ টি করোনা পজিটিভ রেকর্ড করা হয়েছে।