সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্য সরকারের কাছে চিঠি দিয়ে লকডাউন ঠিকঠাক মানা হচ্ছে না বলে অসন্তোষ প্রকাশ করেন। তিনি তাঁর টুইটার হ্যান্ডলে লেখেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানাই রাজ ভবনের সঙ্গে লকডাউন শেষ করতে। করোনা অতিমারির বিরুদ্ধে লড়াই করছি আমরা। রাজ্যের স্বার্থে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের সতর্কবাণী মেনে অবশ্যই সংশোধন করতে হবে পরিস্থিত। সামাজিক দূরত্ব না মানা ও ধর্মীয় সমাবেশের জন্য দায়ীদের চিহ্নিত করতে হবে।”
এর আগেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তিনবার চিঠি দিয়ে সতর্ক করেন রাজ্য সরকারকে করোনা মোকাবিলায় আরও কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য। এর মধ্যেই রাজ্যপালের টুইট সত্যিই কি প্রশাসনিক ব্যর্থতার প্রমান দিচ্ছে? সময়ই তা বলে দেবে।