-Advertisement-

চিনতে পারছিনা জায়গাটা কিন্তু এক বছর আগে এরকম তো ছিল না জায়গাটা

বর্ধমান

সংবাদ ভাস্কর, দুর্গাপুর : ছবিটা বড্ড অচেনা লাগছে , মনে হচ্ছে বেশ কয়েকটি বছর এই দোকান গুলি খোলা হয়নি । মনে হচ্ছে বহুকাল রাস্তা আসেনি একটি লোকও । না এমন অদ্ভুত ঘটনা এই জায়গায় ঘটে বলে মনে হয় না । কারণ এর আগের বছর একই সময় মানুষজনের ভিড়ে রাস্তা পেরনোর জায়গা পাওয়া যেত না , জামা কাপড়ের দোকানে জায়গা পাওয়া যেত না দাঁড়ানোও । কিন্তু এই বছর শুনশান রাস্তা , বন্ধ দোকান গুলোর দিকে একবার তাকিয়ে চোখটা নামিয়ে নিলাম । কারণ এ বছর কেউ ভাবতেও পারিনি পরিস্থিতি এই রকম হয়ে পরবে ,শুধু ভারতবর্ষে নয় গোটা বিশ্বে মহামারী করোনা ভাইরাস থাবা বসিয়েছে । এই ভাইরাসের জন্য দেশের প্রধানমন্ত্রী ২১ দিনের লকডাউন ঘোষণা করেন তবে করুন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মঙ্গলবার সেই লোকডাউন পিরিয়ড আরো কিছুদিন বেড়েছে অর্থাৎ ৩রা মে ঘোষণা করেছেন তিনি । এরই মধ্যে বাংলার নতুন বছর তথা ১লা বৈশাখ এর দুদিন আগে বা পয়লা বৈশাখের দিনও শুনশান ছিল দুর্গাপুরের বেনাচিতি বাজার এলাকা । দেখা মিলেছে শুধুই রাস্তার মাঝে মাঝে পুলিশের ব্যারিকেড ও পুলিশ প্রশাসনের গাড়ি আর ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানগুলি । এবারের পহেলা বৈশাখ যে এই রকম যাবে তা কেউই ভাবতে পারেনি । তবে সবার শেষে একটাই কথা সময়ের সাথে সাথে আমরা এই বাস্তবে আসা ঘুমের মধ্যে এই দুঃস্বপ্ন হঠাৎই নতুন এক সকালে ভেঙে যাবে । তাই সবার শেষে একটাই অনুরোধ ঘরে থাকুন সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখতে সাহায্য করুন ।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-