-Advertisement-

বৈশাখের সাতসকালে কালবৈশাখী ঝড়ের সাথে বৃষ্টিতে ভিজলো জেলা-

পশ্চিমবঙ্গ

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক :

-Advertisement-

পল মৈত্র,দক্ষিন দিনাজপুরঃকরোনা ভাইরাস মোকাবিলার জন্য সরকারি নির্দেশিকার পর চলছে লকডাউন।যার সময়সীমা বেড়ে হয়েছে আগামী ৩ মে পর্যন্ত।কয়েকদিন ধরেই আবওয়াহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছিলো ঝড় ও বৃষ্টি হবে।বুধবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বৈশাখ মাসেকালবৈশাখী ঝড় আর প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হলো জনজীবন।সাতসকালে হওয়ার সাথে সাথেই আকাশ দখল করে কালো মেঘ।শুরু হয় মেঘের গর্জন সঙ্গে ঝড়ো হাওয়া।ঝড়ে লন্ডভন্ড হয় অনেককিছু।লকডানের মধ্যে রাস্তাঘাটে চলাফেরা করা মানুষ গুলো কাকভেজা হয়ে বাড়িমুখো হন।ঝড়ের ফলে ধুলোয় ভরে যায় গোটা শহর।মেঘের কড়কড়ানি থামতেই শুরু হয় মুষলধারায় বৃষ্টি সঙ্গে ঝড়। ঝড়ের ফলে জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে বেশ। ঝড়ের বেশকিছু এলাকার মাটির বাড়ির খড়ের চাল উড়ে গেছে। চাষবাসেরও ক্ষতি হয়েছে ব্যাপক। ইলেকট্রিক তারও ছিড়েছে বেশকিছু জায়গায়।আমের ক্ষতি হয়েছে বিস্তর।মাথায় হাত পড়েছে আমচাষীদের।আবার অনেকে বাজারে গিয়ে মাংস বাড়িতে এনে পিকনিকে মজেছেন সাথে কব্জি ডুবিয়ে খাওয়ার প্রস্তুতি নিয়ে লকডাউন ও বৈশাখের কালবৈশাখী ঝড়ের সাথে বৃষ্টি উপভোগ করছেন অনেকেই।তবে ঝড়ের ফলে প্রানহানীর কোনো ঘটনা ঘটেনি।

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-