
সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক :
-Advertisement-
বুধবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয় যে বর্ষা এই বছর নির্দিষ্ট সময়তেই হবে l আবহাওয়া দপ্তরের প্রধান এম মহাপাত্র, নিজে জানিয়েছেন যে দীর্ঘমেয়াদী গড় বৃষ্টিপাত একশ শতাংশ যেটি পুরোপুরি স্বাভাবিক, তাই হবে এবার দেশেl
বিকল্প উৎসগুলির অভাবে এবং গ্রামীণ ভারতে প্রাকৃতিক কারণগুলির জন্য বর্ষার বৃষ্টির উপর নির্ভর করতে হয় l বৃষ্টি যদি ঠিক ঠাক হয় তাহলে ফসল উৎপাদনের সঙ্গে সঙ্গে ভারতের জি.ডি.পি-র উপর কৃষি ভালো প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে l