
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
খোদ বাংলা বছরের প্রথম দিনে মদের গাড়ী ঘিরে লুঠতরাজ দেখল কোলকাতা।
ঘটনাটির সুত্রপাত গত মঙ্গলবার অর্থাৎ পয়লা বৈশাখের দিনে। কোলকাতার এক দোর্দণ্ডপ্রতাপ মেয়র পারিষদের ঘনিষ্ঠ একজন তার গাড়ীতে করে লেক মার্কেটের সামনে নাকা চেকিং এ কর্তব্যরত পুলিশদের কাছে সাহায্য চান। তিনি বলেন তার গাড়ীতে থাকা কিছু মদের বোতল লুঠ করার চেষ্টা করছে বাইকে থাকা কিছু যুবক। তিনি আরও জানান ওই মদগুলি তিনি ৩০ শতাংশ বেশী দাম দিয়ে প্রিয়া সিনেমাহলের সামনের একটি মদের দোকান থেকে কিনেছিলেন। এরপর ওই অনুসরনরত যুবকরাও অভিযোগ করেন বেআইনিভাবে ওই গাড়ীতে মদ নিয়ে যাবার।
ঘটনা প্রসঙ্গে জানা যায় গাড়ির মালিকের নাম মনোজ ঘোষ, পেশায় নির্মাণ ব্যবসায়ী। এলাকায় তিনি পরিচিত মেয়র পারিষদের ঘনিষ্ঠ হিসেবে। যে দোকান থেকে তিনি মদ কিনেছিলেন তার মালিক হলেন সৌমিত্র সাহা। তিনি পুলিশকে জানান উপরমহল থেকে অনুরোধ আসাতেই তিনি হালখাতা করার অজুহাতে মদ বিক্রি করেন এদের কাছে এবং দোকান কোনসময় খুলবে তা তাঁরা আগে থেকেই জানতেন। মনোজ দের মদ দেওয়ার পর শাসক দলের অন্য একটি গোষ্ঠীও এসে মদের আবদার করতে থাকে এবং না পেয়ে চড়াও হয় মনোজের গাড়ীর ওপর। কয়েকটি বোতল লুঠ করা হয় বলেও মনোজ দাবী করেন।
পুলিশ অবশ্য দু’পক্ষের কথা শুনে এখনও অব্দি কোন মামলা রুজু করেনি।