সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্নে বলেন,” উচ্চমাধ্যমিকের স্থগিত তিনটে পরীক্ষা আমরা জুনে করাবো। একাদশ শ্রেণীর যেসব পড়ুয়া বার্ষিক পরীক্ষায় বসেছিল তাঁরা সবাই পাস। রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত বর্ষ ও সেমেস্টার হবে। বাকিরা একধাপ এগিয়ে যাবে।
করোনা মোকাবিলায় হঠাৎ করে লকডাউনের জেরে রাজ্য ও দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষাব্যবস্থা বন্ধ হয়ে যায়। হাজার হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে এসে পড়ে। এই অবস্থায় কি করে ধাপে ধাপে এই আটকে পরা পরীক্ষাগুলি গ্রহন করা যায় তার পরিকল্পনা শুরু করে রাজ্য শিক্ষা দপ্তর। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও দশজন উপাচার্য গতকাল একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা বাতিল করে তার ঠিক আগের সেমেস্টারের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে গড় নম্বর দেওয়ার কথা বিবেচনা করেছিল প্রথমে। কিন্তু মুখ্যমন্ত্রি তা শোনামাত্র বাতিল করে দিয়ে বলেন, পরীক্ষা হবেই।