সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
করোনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ এনে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাপ্য অনুদান বন্ধ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি আগেই হুমকি দিয়েছিলেন ‘হু’ এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন, হলও তাই। ৬০ থেকে ৯০ দিনের জন্য অনুদান বন্ধ করা হচ্ছে বলে গত মঙ্গলবার জানান ট্রাম্প।
প্রসঙ্গত, আমেরিকা ‘হু’ এর সবচেয়ে বড় অনুদান সংস্থা। প্রতি বছর প্রায় ৪০ কোটি ডলার মার্কিন অনুদান মেলে ‘হু’ এর। ট্রাম্পের অভিযোগ, হু এর ব্যর্থতায় বিশ্বজুড়ে করোনা সংক্রমন প্রায় ২০ গুন বেড়ে গেছে। এছাড়াও তিনি চীনের প্রতি পক্ষপাতিত্ত্বের অভিযোগও এনেছেন।
যদিও তাঁর এই পদক্ষেপ গোটা বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছে। সব দেশ থেকেই কমবেশি একই মন্তব্য শোনা যাচ্ছে যে এখন এই অভিযোগ বা দোষারোপের সময় নয়। বরং সবাই মিলে হাতে হাত মিলিয়ে এই ভয়ানক পরিস্থিতির মোকাবিলা কি করে করা যায় তার উপায় খোঁজাই আগে দরকার। তবে হু এর ডিরেক্টর জেনারেল তেদ্রস বলেন,” খুবই দুঃখের বিষয় কিন্তু আমেরিকা আমাদের উদার বন্ধু ছিল, আশাকরি আগামী দিনেও তাই থাকবে।”