সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি নিজে থেকেই কোয়ারান্টিনে গেলেন। গত মঙ্গলবার তার সাথে বৈঠক করা একজন কংগ্রেস বিধায়কের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ার পর তিনিএই সিদ্ধান্ত নেন। তিনিই দেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি ১৪ দিনের জন্য কোয়ারান্টিনে গেলেন। তিনি জানিয়েছেন বাড়িতে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি রাজ্য পরিচালনা করবেন। আগামী এক সপ্তাহ তাঁর বাড়ীতে কোন সাক্ষাতপ্রার্থীকে আসতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি রুপানির বাড়িতে একটি বৈঠকে অন্যান্যদের সঙ্গে ছিলেন কংগ্রেসের বিধায়ক ইমরান খেরাওয়ালা। মঙ্গলবার এই বিধায়কের করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আশায় রুপানি আর ঝুঁকি নিতে চান নি।