সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
ভারতীয় মহিলা ক্রিকেট দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পেল। করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে এই খুশির খবরটি বুধবারই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি জানিয়ে দিল।
মহিলা ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে ২০২১ সালের ৬ ই ফেব্রুয়ারি। পয়েন্ট টেবিলে প্রথম চার দলের মধ্যে থাকায় সরাসরি ২০২১ বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এর আগে ২০১৭ সাল থেকে ২০২০ সালের মধ্যে আইসিসি-র মহিলা চ্যাম্পিয়নশিপের তিনটি সিরিজের খেলা হয়নি। বিসিসিআই ভারত-পাকিস্তান সিরিজের অনুমতি না দেওয়ায় অবশ্য আগেই বাতিল করে দেওয়া হয়েছিল ইন্দো-পাক সিরিজ। এদিকে করোনার কারণে বাতিল হয়েছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজ। তাই আইসিসি সিদ্ধান্ত নেয় সব দেশের মধ্যে যোগ্যতা অনুযায়ী পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হবে। সেই হিসেবে সর্বোচ্চ চারে আছে অস্ট্রেলিয়া ৩৭, ইংল্যান্ড ২৯, দক্ষিণ আফ্রিকা ২৫ এবং ভারত ২৩ পয়েন্টে। এইভাবে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগে খুশির বন্যায় ভাসল মিতালী রাজ, হরমন প্রীত কৌরের দল।