সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় এবং সংক্রমণ ক্রমাগত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ায় মুখমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হন ১৮ জন।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সবরকম সুরক্ষা ব্যবস্থা দেওয়া সত্ত্বেও তাঁদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাঁদের অক্লান্ত প্রচেষ্টাতেই এই রোগের মোকাবিলা করা অনেকটাই সম্ভব হচ্ছে। তাই তাঁদের বিশ্রামের কথা মাথায় রেখে টানা ৭ দিন ডিউটির পর টানা ৭ দিন ছুটি ঘোষণা করেন তিনি। এর আওতায় চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা পড়ছেন।
এছাড়াও তিনি নির্দেশ দেন যে কোনও ঘনবসতিপূর্ণ এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার তৈরী করা যাবে না। মাস্ক বাধ্যতামূলক করার কথাও স্পষ্ট করে ঘোষনা করেন তিনি। মালিকপক্ষকে আরও মানবিক হতে বলে তিনি অনুরোধ করেন এই সংকটে কারো চাকরী যেন না যায় তাঁর আশ্বাস দিতে।