-Advertisement-

ভারতে সংক্রমিত ১২,৭৫৯। মৃত ৪২০ সরকারী মতে

দেশের খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

কোভিড-১৯ এর কবলে পড়া মানুষের সংখ্যা বারো হাজার ছাড়াল দেশে। সরকার ১৭০ টি জেলাকে করোনা হটস্পট হিসেবে চিহ্নিত করেছে। একনজরে দেখে নেওয়া যাক বিভিন্ন রাজ্যের সর্বশেষ পাওয়া খবরগুলিঃ

  • মহারাষ্ট্রে ২৩ জন পুলিশের দেহে করোনার লক্ষণ পাওয়া গেল।
  • মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাদ সাংমা জানিয়েছেন রাজ্যে দুজন নতুন করোনা রুগী পাওয়া গেছে যারা প্রথম আক্রান্ত রুগীর বাড়ির লোক।
  • পুনের জেলা পরিষদ এ প্রসাদ বলেন, সিক্রাপুর গ্রামের এক সোনোগ্রাফারের শরীরে করোনা পজিটিভ মেলায় তাঁর কাছে পরীক্ষা করতে আসা প্রায় ৬২ জন গর্ভবতী মহিলার সংক্রমিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
  • রেলওয়ে মন্ত্রক জানিয়েছে সোমবার থেকে সমস্ত ঊর্ধ্বতন অফিসারদের ১০০ শতাংশ হাজিরা দিতে হবে। এক তৃতীয়াংশ সহকারী স্টাফ অফিসে থাকবেন প্রতিদিন।
  • ১৭ ই এপ্রিল থেকে জম্মু ও ১৮ ই এপ্রিল থেকে ব্যাঙ্গালর, বেলগাও, সেকেন্দ্রাবাদ, গোপালপুর, হাওড়া রুটে শুধুমাত্র মিলিটারিদের যাতায়াতের জন্য দুটি ট্রেন চালানো হবে।
  • নাসিকে ধরা পড়লো আরও দুটি করোনা পজিটিভ রুগী। সবশুদ্ধ করোনা আক্রান্ত সেখানে এখনও পর্যন্ত ৪৮ জন।
  • কর্ণাটক সরকার রাজ্যের অবস্থা বিবেচনা করে আরও ২ লক্ষ টেস্ট কিট কেনার সিদ্ধান্ত নিয়েছে।
  • রাজস্থান সরকার নতুন করে ৫৫ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছে। যাদের মধ্যে ২৩ জন ভারতপুর, ১১ জন টঙ্ক, ১১ জন যোধপুর এবং ৩ জন জয়পুরের বাসিন্দা। এখনও অব্দি রাজ্যে করোনা আক্রান্ত ১১৩১ জন।

এত দ্রুত সংক্রমণ ছড়ানোর কারনে সবার আরও বেশী সতর্কতা অবলম্বন করা উচিত। খুব দরকার না পড়লে বাইরে না বেরোনো এবং প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে চলা অবশ্য কর্তব্য।

-Advertisement-

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-