সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক সরকারি কর্মচারীকে এপ্রিল মাসে নিজের সম্পত্তির হিসাব জমা দিতে হয়। এবার লকডাউনের জেরে অফিস ছুটি। তাই সম্পত্তির হিসেব জমা দেওয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হয় সরকারি কর্মীরা। সমস্যা সমাধানে তাই সম্পত্তির হিসেব জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।একইসঙ্গে সম্পত্তি দলিলের ক্ষেত্রে ই-রেজিস্ট্রেশনও শুরু করল রাজ্য সরকার। এর জন্য কোথাও যেতে হবে না। বাড়িতে বসেই এটা করা যাবে। অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করতে হবে। তবে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এখন বায়োমেট্রিক নেওয়া যাচ্ছে না।তাই সরকারি কর্মীদের সম্পত্তির হিসেব জমা দেওয়ার সময়সীমা ৩০ জুনের মধ্যে দিতে হবে।
সূত্র নবান্ন