সম্প্রতি নবান্ন সূত্রে খবর : আগামী ২০ এপ্রিল থেকে সরকারি দফতরে কাজ শুরু করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ। বৃহস্পতিবার এই মর্মে জারি করা নির্দেশিকায় মুখ্যসচিব ২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি দফতরে কাজ শুরু করতে বলেছেন।লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশ অনুযায়ী, ট্রেজারি, জেলা প্রশাসনের দফতর, পুলিশ, দমকল, কারা দফতরের মতো অত্যাবশ্যকীয় এবং আপৎকালীন কাজের সঙ্গে যুক্ত দফতরগুলি খোলা ছিল। বন্ধ ছিল বাকি সমস্ত সরকারি দফতর। এর ফলে আটকে রয়েছে বহু গুরুত্বপূর্ণ কাজ।ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজের সম্পাদক অনুপম বড়ালের মতে, ২০ এপ্রিল থেকে বিভিন্ন ইউনিটের কাজের কথা বলা হলেও তা আদৌ কতটা বাস্তবে শুরু করা যাবে সেটা এখন বলা শক্ত। তার মতে, শুধুমাত্র প্রোডাকশন ইউনিট গুলি খুললেই তো হবে না, দেখতে হবে শ্রমিকরা ঠিকমতো আসছে কিনা আর উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল পাওয়া যাচ্ছে কিনা।
দ্বিতীয় দফার লকডাউনের মধ্যেই খুলতে চলেছে সরকারি সমস্ত দফতর।-
-Advertisement-