-Advertisement-

বেহালায় বেআইনিভাবে মদ পাচারের চেষ্টা!

কলকাতা
স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

আবার ধরা পড়লো বেআইনিভাবে মদ পাচারের চেষ্টা লকডাউনের মধ্যে।

ঘটনার সুত্রপাত গত বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ বেহালার শ্রীসঙ্ঘ মোড়ের একটি মদের দোকানকে ঘিরে। স্থানীয় দোকানদাররা দেখতে পায় সেই মদের দোকানে পেছনের দরজা দিয়ে কিছু যুবক ভেতরে ঢুকে কিছু মদের বোতল নিয়ে বাইরে আসছে। তাঁরা সঙ্গে সঙ্গে সেই যুবকদের ঘিরে কারন জানতে চাওয়ায় জানা যায় যুবকরা সবাই বাঘাযতীন অঞ্চলের বাসিন্দা এবং তাঁরা মদের স্টক মেলাতে এসছে। এরপর তাঁদের কাছে সরকারী বা সংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চাইলে তাঁরা কিছুই দেখাতে পারেনি।

-Advertisement-

ওই অঞ্চলের বাসিন্দারা তখন বেহালা থানায় খবর দিলে পুলিশ আসে এবং সবকিছু শোনার পর তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।

-Advertisement-

লকডাউনের মধ্যে মদের দোকান বন্ধ হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্নভাবে এই ধরনের ঘটনা প্রত্যেকদিনই ঘটছে। কিছু কিছু অসচেতন মানুষ এই খারাপ সময়ে সহযোগিতা করার পরিবর্তে প্রশাসনিক তথা সামাজিক নিয়মভঙ্গের ওপরই জোর দিয়ে চলেছে। এদের বিরুদ্ধে কঠোর শাস্তির প্রয়োজন।

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-