সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
কেন্দ্র মোট ১৭০ টি জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে। তার মধ্যে রাজ্যের ৪ জেলাও আছে। এগুলি হল কোলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনা।
নভেল করোনাভাইরাসের সংক্রমণ বিপজ্জনক অবস্থায় পৌঁছে গেছে গোটা হাওড়া ও কোলকাতার কিছু কিছু অঞ্চলে। একটি ঘোষণায় মুখ্যমন্ত্রী এই দুটি অঞ্চলকে ‘অত্যন্ত স্পর্শকাতর’ বলে উল্লেখ করে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেন। বাজার ও রাস্তাঘাটে অযথা জমায়েতকে এবার কঠোরভাবে দমন করা হবে বলে তিনি জানান। তবে বিধাননগর অঞ্চল এর হাত থেকে ছাড় পাবে বলে জানানো হয়েছে কারন গ ২৪ ঘণ্টায় সেখানে একটাও করোনা পজিটিভ রুগীর খবর আসেনি।
সম্পূর্ণ লকডাউন এলাকার মধ্যে পড়ছে উত্তর ও মধ্য কোলকাতার অনেকগুলি ওয়ার্ড এবং হাওড়ার সদর এলাকা, সালকিয়া, হাওড়া ময়দান, মল্লিকফটক, মালিপাঁচঘড়া, সন্ধ্যাবাজার ইত্যাদি এলাকা।
একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দেন ৭ থেকে ১৪ দিনের মধ্যে যাতে রেড জোনকে গ্রীন জোনে নিয়ে আসার সবরকম ব্যবস্থা অবলম্বন করা হয়। প্রয়োজনে লোকের বাড়ীতে গিয়ে খাবার ও ওষুধ পৌঁছে দেওয়া হবে এবং বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশও দেন তিনি।
প্রসঙ্গত, গত ২৮ ঘন্টায় রাজ্যে আক্রান্ত ২২ জন এবং নতুন করে মৃতের হদিশ মেলেনি।