-Advertisement-

রেড অ্যালার্ট জারী হল কোলকাতা ও হাওড়ায়

কলকাতা হাওড়া

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

কেন্দ্র মোট ১৭০ টি জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে। তার মধ্যে রাজ্যের ৪ জেলাও আছে। এগুলি হল কোলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনা।

নভেল করোনাভাইরাসের সংক্রমণ বিপজ্জনক অবস্থায় পৌঁছে গেছে গোটা হাওড়া ও কোলকাতার কিছু কিছু অঞ্চলে। একটি ঘোষণায় মুখ্যমন্ত্রী এই দুটি অঞ্চলকে ‘অত্যন্ত স্পর্শকাতর’ বলে উল্লেখ করে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেন। বাজার ও রাস্তাঘাটে অযথা জমায়েতকে এবার কঠোরভাবে দমন করা হবে বলে তিনি জানান। তবে বিধাননগর অঞ্চল এর হাত থেকে ছাড় পাবে বলে জানানো হয়েছে কারন গ ২৪ ঘণ্টায় সেখানে একটাও করোনা পজিটিভ রুগীর খবর আসেনি।

-Advertisement-

সম্পূর্ণ লকডাউন এলাকার মধ্যে পড়ছে উত্তর ও মধ্য কোলকাতার অনেকগুলি ওয়ার্ড এবং হাওড়ার সদর এলাকা, সালকিয়া, হাওড়া ময়দান, মল্লিকফটক, মালিপাঁচঘড়া, সন্ধ্যাবাজার ইত্যাদি এলাকা।

-Advertisement-

একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দেন ৭ থেকে ১৪ দিনের মধ্যে যাতে রেড জোনকে গ্রীন জোনে নিয়ে আসার সবরকম ব্যবস্থা অবলম্বন করা হয়। প্রয়োজনে লোকের বাড়ীতে গিয়ে খাবার ও ওষুধ পৌঁছে দেওয়া হবে এবং বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশও দেন তিনি।

প্রসঙ্গত, গত ২৮ ঘন্টায় রাজ্যে আক্রান্ত ২২ জন এবং নতুন করে মৃতের হদিশ মেলেনি।

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-