সংবাদ ভাস্কর নিউজ ডেক্স: পার্থ দাস : দক্ষিণ 24 পরগনা জেলার বাওয়ালি বড়পোলে কাঁঠালদের শিবমন্দিরের থানে আজ ভোরে গরুর মাথা রেখে যায় কিছু অজ্ঞাতপরিচয় মানুষ।
-Advertisement-
দীর্ঘ লকডাউনের জন্য এমনিতেই অনেক মানুষের রুজি-রোজগারের প্রায় বন্ধের পথে, মানুষের ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে। তার ওপর কে বা কারা এই গন্ডগোল পাকানোর চেষ্টা চালাচ্ছে তার হদিশ মেলেনি। স্থানীয় মানুষরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে গরুর মাথার খুলি নিয়ে যায়। যেকোনো সময় এই অঞ্চলে একটা বড় ধরনের দাঙ্গা লেগে যেতে পারে কারন পাশেই মুসলিম গ্রাম ।