সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
করোনার কড়াল গ্রাসে আমেরিকার একদিনের মৃত্যুসংখ্যা দাঁড়ালো ৪৪৯১ এ যা টুইন টাওয়ারের ঘটনার মৃতের চেয়েও বেশী। এর মধ্যেই রীতিমত অবাক করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ধীরে ধীরে লকডাউন তুলে দেওয়ার পরিকল্পনা করলেন।
আমেরিকার একাধিক শহরে ট্রাম্পের এই নির্দেশ কে ঘিরে বিক্ষোভ শুরু হয়ে যায়। রাজ্যের বিভিন্ন পার্টির গভর্নররাও এ নিয়ে হতাশা প্রকাশ করেন। মৃত্যুসংখ্যা যখন দেশের সব রেকর্ড ভেঙ্গে দিল তখনই তিনি তিন ধাপে লকডাউন তোলার প্রস্তাব পেশ করলেন। প্রথমটি হল, যাতায়াত নিয়ন্ত্রনে রেখে কারখানার ঝাঁপ খোলা, দ্বিতীয় হল ৫০ জনকে একজায়গায় জমায়েতের ছাড়পত্র দেওয়া ও কিছু ক্ষেত্রে অ-দরকারী যাতায়াতের অনুমতি দেওয়া। তৃতীয়ত, স্কুল-কলেজ খুলে দেওয়া এবং সামাজিক দূরত্ব মেনে বড় অনুষ্ঠানেরও ছাড়পত্র দেওয়া। তিনি আবার এরমধ্যে পানশালা খোলার প্রস্তাবও দিয়েছেন। গভর্নররা যেসব রাজ্যের লোকেদের ঘরে থাকার নির্দেশ দিয়েছেন তাঁদের কথার উপেক্ষা করে ট্রাম্প টুইট করেন,” এদের উচিত স্বাধীন হয়ে যাওয়া।” এই ধরনের অবিবেচনামুলক কাজ করে তিনি গভর্নরদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন।
পৃথিবীর প্রথম সারির দেশের সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি হয়ে তাঁর এই ঝুঁকিপূর্ণ আচরন দেশের মধ্যে এবং বাইরে যথেষ্ট সমালোচিত হচ্ছে।