সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : অলোক দাস : দ্বিতীয় লকডাউনের এজন্য ভিখারীরা অন্নের সন্ধানে রোজ খুঁজে বেড়ায় । ওইসব ভিখারিদের হাতে তুলে দিতে এগিয়ে এলো বেহালা যুবশক্তি কালচারাল অ্যাসোসিয়েশন ক্লাবের সদস্যরা। তারা প্রতিদিন বেহালা চৌরাস্তা থেকে তারাতলা ,ডায়মন্ড হারবার রোডের দুই ধারে বসে থাকা ভিখারীরা মুখে অন্ন দেবার চেষ্টা চালান। তারা রান্না করে প্রায় 200 মতন প্যাকেট তুলে দেওয়ার চেষ্টা করেন।
-Advertisement-

