সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
২০ শে এপ্রিল থেকে খুলে যাচ্ছে রাজ্য সরকারী দপ্তরগুলি। সরকারী নির্দেশিকা মেনেই খোলা হচ্ছে অফিসগুলি। আপাতত ডেপুটি সেক্রেটারি বা সম মর্যাদার আধিকারিকদের অফিসে আসতে বলা হয়েছে। তাঁরা প্রথমদিন এসে রোস্টার তৈরি করবেন কোনদিন কারা আসবেন। পরে রোস্টার অনুযায়ী শুরু হবে অফিস।
লকডাউন চলাকালীন সমস্ত যানবাহন বন্ধ থাকায় সরকারী গাড়িতেই সবাইকে নিয়ে আসা ও ছেড়ে দেওয়া হবে। আপাতত জেলা, মহকুমা ও ব্লকস্তরের অফিসগুলোর ক্ষেত্রে যাদের বাড়ি অফিসের কাছে তাদেরকেই অফিসে আনার কথা ভাবা হচ্ছে। তৃতীয় ও তার নিচের স্তরের ২৫ শতাংশ কর্মীকে হাজিরা দিতে বলা হবে।
এরমধ্যেই সামাজিক দুরত্ত্বের কথা মাথায় রেখে প্রত্যেকটি সরকারী গাড়ীকে সংক্রমণ নিরোধক করা হবে ও যাতে ঘেঁষাঘেঁষি করে বসতে না হয় তাই বড় গাড়ী পাঠানোর ব্যবস্থা হবে। উচ্চপদস্থ আধিকারিকরা নিজেদের গাড়ীতে করেই আসতে পারবেন।