-Advertisement-

সুইস আল্পসে ভারতের পতাকার ছবি দিয়ে সম্মান প্রদর্শন

আন্তর্জাতিক খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

“ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে” এই গানের লাইনটি এই মুহূর্তে করোনা আক্রান্ত বিশ্বে হয়ত সবার মুখে মুখে ফিরছে। নভেল করোনাভাইরাস ঘিরে অত্যন্ত অশান্ত পরিবেশেও ভারত যেভাবে ওষুধ পাঠিয়ে বিশ্বের প্রতিটা দেশের পাশে দাঁড়াচ্ছে তার প্রশংসা রাষ্ট্রপুঞ্জের সাধারন সম্পাদক আন্তেরিও গুতেরেজের মুখেও শোনা যাচ্ছে।

সুইতজারল্যান্ডের নামকরা পর্বতমালা আল্পসের ম্যাটারহর্ন পাহাড়ে ভারতকে কুর্নিশ জানিয়ে ভেসে উঠলো ভারতে ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকার ছবি। স্বয়ং প্রধানমন্ত্রী এটি টুইট করে জানিয়েছেন সবাইকে। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন,”মহামারী নয়, জয় হবে মানবতার।”

-Advertisement-

কিছুদিন আগেই আমেরিকাসহ প্রায় ৫৫ টি দেশকে হাইড্রক্সিক্লরকুইন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই ওষুধ করোনা মোকাবিলায় ইতিবাচক প্রভাব ফেলবে মার্কিন বিশেষজ্ঞদের এই ঘোষণার পর থেকেই ভারত অন্যান্য দেশগুলির কাছে ‘ইশ্বরের দূত’ হয়ে দাঁড়ায়। এরপরেই গোটা বিশ্ব ভারতকে বিভিন্ন উপায়ে সম্মান প্রদর্শন করছে যার মধ্যে সম্প্রতি যোগ হয়েছে আল্পসের এই চিত্র।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-