সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক :কলকাতা পুলিশ সূত্রে খবর, বাজারগুলিতে মানুষের ভিড় আটকানো সম্ভব হচ্ছেনা । একাধিকবার পুলিশ ভিড় সরানোর চেষ্টা করলেও তা সব জায়গায় সম্ভব হয়নি। যে সমস্ত এলাকায় 50 জনের বেশি মানুষ আক্রান্ত, সেইসব এলাকাগুলি রেড জোনের অন্তর্গত করেছে বলে ধরা হয়।
কলকাতার কাশীপুর, বেলগাছিয়া, বরাহনগর, দক্ষিণ দমদম, হাতিবাগান রোড, গিরিশপার্ক, মানিকতলা, কলুটোলা, মেছুয়া, জোড়াসাঁকো, বউবাজার, আমহার্স্ট স্ট্রিট, এপিসি রোড, মুক্তারামবাবু স্ট্রিট, নারকেলডাঙা নর্থ রোড, রাজাবাজার, কলিনস স্ট্রিট, রিপনস স্ট্রিট, বেনিয়াপুকুর, কড়েয়া, এন্টালি, ট্যাংরা, তোপসিয়া, তিলজলা, আলিমুদ্দিন স্ট্রিট, বেলেঘাটা, ডক্টরস লেন।
এছাড়া ভবানীপুর, পদ্মপুকুর, মুদিয়ালি, গড়চা, গড়িয়াহাট সংলগ্ন অঞ্চল, পণ্ডিতিয়া রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড, আলিপুর, চেতলা, মেটিয়াবুরুজ, নয়াবাদ, ভবানীপুর, নিউ আলিপুরের বেশ কিছু অঞ্চল, ঢালিপাড়ার বেশ কিছু ছোট এলাকা, কবরডাঙার বেশ কিছু ছোট এলাকা, বেহালা ও পর্ণশ্রীর কয়েকটি এলাকা ইত্যাদি। পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে এই সমস্ত এলাকা। বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এলাকাগুলি থেকেও বাইরে কাউকে বেরোতে দেওয়া যাচ্ছে না। শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া সবকিছু বন্ধ রাখা হয়েছে।