সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
এই অতিমারী সংকটে সমস্ত প্রথম সারির দেশগুলিকে হাইড্রক্সিক্লরোকুইন পাঠিয়ে ইতিমধ্যেই সংবাদের শিরোনামে ভারত। এরমধ্যেই আরও এক সুখবর বয়ে আনল কানপুর আইআইটির গবেষকরা।
বায়োসাইন্স ও বায়োইঞ্জিনারিং বিভাগের গবেষকরা তৈরি করলেন নতুন ধরনের পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট কিট বা পিপিই কিট যার প্রত্যেকটির জন্য খরচ পড়বে মাত্র ১০০ টাকা। করোনা মোকাবিলায় যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন যেমন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী ও পুলিশদের সুরক্ষায় অত্যাবশ্যকীয় এই কিট। এতদিন সরকারের বিপুল ব্যয়ভার বহন করতে হয়েছে এর জন্য। এখন অনেকটাই স্বস্তিতে স্বাস্থ্য দপ্তর।
গবেষকরা এর পুরো নাম দিয়েছেন পলিথিলিন বেসড ইমপ্রভাইসড প্রোটেকটিভ ইকুইপমেন্ট আন্ডার স্ক্যারসিটি। বিপদের সময় এই কিট অত্যন্ত কাজে লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।