সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
গত রবিবার পর্যন্ত দেশে করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে হয়েছে ১৬,১১৬ ও মৃত ৫১৯। এই পরিস্থিতিতে কেন্দ্রের চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে ১০ টি রাজ্য যেখানে করোনা রুগীর সংখ্যা দ্রুত দ্বিগুন হচ্ছে। এই রাজ্যগুলি হল মহারাষ্ট্র, দিল্লী, মধ্যপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান ও পশ্চিমবঙ্গ।
এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩৬৫১, মৃত ২১১। দিল্লীতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৯৩। তেলেঙ্গানা সরকার তো ইতিমধ্যেই লকডাউনের মেয়াদ ৭ ই মে অব্দি ঘোষণা করে দিয়েছে। এই ১০ টি রাজ্যের করোনা বৃদ্ধি ঠেকাতে বিশেষ পরিকল্পনা নিতে চলেছে কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক। বেশী পরিমানে করোনা পরীক্ষার ওপর জোর দিতে চাইছেন তাঁরা। কঠোরভাবে লকডাউন পালন ও টেস্টের সংখ্যা বৃদ্ধি এই দুই উপায়ে তাঁরা এই রাজ্যগুলির সংক্রমণ সামাল দিতে চাইছেন। হোম কোয়ারান্টিনের পাশাপাশি রুম কোয়ারান্টিনের ওপরও জোর দিয়ে একই বাড়িতে আক্রান্ত ব্যাক্তি একটি রুমের বাইরে যেতে পারবেন না বলা হয়। যেখানে ঘরের অভাব হবে সেখানে সরকার থেকে আলাদা ঘরে রাখার ব্যবস্থা করা হবে।
এছাড়া স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেও যাতে কড়া হাতে লকডাউনের মোকাবিলা করা যায় তার আলোচনা চলছে।