-Advertisement-

করোনার জেরে বন্ধ টিকাকরণ

দেশের খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

করোনা অতিমারীর বিরাট নেতিবাচক প্রভাব পড়েছে শিশুদের টিকাকরণের ওপর। লকডাউনের পর থেকে প্রত্যেক সপ্তাহে প্রায় ৫.৫ লক্ষ শিশু আংশিক ও সম্পূর্ণ টিকাকরণ থেকে বঞ্চিত হচ্ছে।

প্রসঙ্গত, জন্মের পর থেকে ২৪ ঘণ্টায় বিসিজি, হেপাটাইটিস-বি এবং পোলিওর জিরো ডোজ পায় সদ্যজাতরা। সেগুলো ঠিকঠাক পাওয়ার পর থেকে আর যে অন্য টিকাগুলি থাকে যেমন ডিপিটি, নিউমোনিয়া, কলেরা ও ইনফ্লুয়েঞ্জার মত গুরুত্বপূর্ণ টিকাগুলি করোনার জেরে স্থগিত হয়ে যাওয়ায় আশঙ্কা করা হচ্ছে বিশ্বের লক্ষ লক্ষ শিশু মৃত্যুমুখে চলে যেতে পারে। জন্মের পর থেকে ১৪ সপ্তাহের মধ্যে টিকাগুলো না পেলে ডায়েরিয়া, হুপিং কাশি, ডিপথেরিয়ার মত রোগের কবলে পড়তে পারে শিশুরা।

-Advertisement-

চিকিৎসকদের আশঙ্কা সঠিক সময়ে প্রতিষেধক না পাওয়ায় করোনার প্রকোপ মিটতেই পোলিও ও হামের মত মারাত্মক রোগগুলি আবার নতুন করে স্বমহিমায় ফিরে আসবে যা কেড়ে নেবে হয়ত লক্ষাধিক প্রান। রাজ্য ও কেন্দ্রের স্বাস্থ্য অধিকর্তারা এর উপায় খুঁজতে ব্লক অথবা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্তরে কিভাবে এই টিকাকরণ কর্মসূচী পৌঁছান যায় তার চিন্তাভাবনা করছেন।

-Advertisement-

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-