সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
করোনার ভয়াবহ সংক্রমণের প্রভাবে কঠোর হয়েছে লকডাউনের বিধিনিষেধ। এর সঙ্গে অত্যাবশ্যকীয় ব্যবহার্য্যরূপে মাস্ক হয়ে উঠেছে প্রতিদিনকার সঙ্গী। জামাকাপড়ের বৈচিত্রের সাথে সাথে মাস্কের বৈচিত্র তাই নজর কাড়ছে ধীরে ধীরে। বারবার একঘেয়ে মাস্ক পরে যখন আপনি ক্লান্ত হচ্ছেন তখন বাড়িতে বসেই তৈরি করুন বৈচিত্র্যপূর্ণ মাস্ক।
কিশোর কিশোরীরাও বাড়িতে বসে মেটালিক পেইন্ট, ব্রাশ, রকমারী স্টোন দিয়ে তৈরী করছে ফ্যাশনেবল মাস্ক। এভাবে তারা নিজেদের ব্যস্ত রাখার পাশাপাশি সুরক্ষার দিকেও জোর দিচ্ছে। অনিকা গোয়েঙ্কা (১১) নামক একজন কিশোরী জানাচ্ছে সে তার নিজের হাতে তৈরি মাস্ক নিজের ভাইবোন এমনকি এলাকার বাচ্চাদেরও দিয়েছে। সে তার বাবার কারখানায় তৈরি নিরাপদ কাপড় দিয়ে এগুলি তৈরি করে।
এইভাবে অনেকেই ঘরে বসে নিজের সৃষ্টিশীল চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে নিজের এবং ব্যবসায়িক স্বার্থেও তৈরি করে চলেছে অনেক সুন্দর সুন্দর মাস্ক যা হয়ত আগামী দিনে হতে চলেছে আমাদের আরেক ফ্যাশন স্টেটমেন্ট।