সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
রমজান মাসের খুব পরিচিত দৃশ্য রাস্তায় জোটবদ্ধ হয়ে নমাজ পাঠ, অলিতে গলিতে খাবার বা ফল বিক্রি, নতুন জামাকাপড়, রকমারী সামগ্রী বিক্রি। এই চেনা জৌলুসগুলি এবার আর দেখা যাবে না কোলকাতায়।
কোলকাতার সমস্ত মসজিদের ইমামরা একযোগে সিদ্ধান্ত নিয়েছেন এই ভয়াবহ পরিস্থিতিতে তারা কোন জায়গায় জমায়েত হয়ে বা ভিড় বাড়িয়ে কোন কাজ করবেন না। মানুষ বাড়িতে নমাজ পরবেন, রোজা রাখবেন। কিন্তু মসজিদে ভিড় করে আসা যাবে না। রমজান মাসে বিকেলে রোজা ভঙ্গের পর অনেক জায়গায় যে ইফতার পার্টি দেওয়া হয়, তাও বন্ধ থাকবে এই বছর। মানুষের জীবনের দাম সবচেয়ে বেশি, সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেড রোডে ঈদের নমাজের নেতা কুয়ারি ফজলুর রহমান।
২৩ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত রমজান মাস পালন করেন মুসলিমরা। এই বছর এই চেনা চিত্র থেকে বিরত থাকবে কোলকাতা।