-Advertisement-

হুগলীতে তৈরি হল দক্ষিনবঙ্গের সবচেয়ে বড় কোয়ারান্টাইন

পশ্চিমবঙ্গ
ফাইল চিত্র

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

করোনা অতিমারী মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করছে একে অপরের। এরমধ্যেই সম্ভবত দক্ষিনবঙ্গের সবচেয়ে বড় কোয়ারান্টাইন সেন্টারটির উদ্বোধন হয়ে গেল হুগলী জেলার হিন্দমোটরে।

এখানকার একটি বেসরকারী কারখানার ভেতর প্রায় ৩০০ শয্যাবিশিষ্ট রুগীদের কোয়ারান্টাইন গঠন করা হয়েছে। প্রায় যুদ্ধকালীন পরিস্থিতিতে এই সেন্টারটি ব্যবহারযোগ্য করা হয়। সম্প্রতি এর পরিদর্শন করে যান হুগলীর জেলা শাসক, হুগলী চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার, এস.ডি.ও, সিওএমএইচ, উত্তরপাড়া পৌরসভার পুরপ্রধান ও জেলার শীর্ষ আধিকারিকরা।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-