সংবাদ ভাস্কর নিউজ :: জয় গুহ :করোনা পরিস্থিতিতে মানুষের পাশে থেকে মানুষকে আশ্বস্ত করতে আজ মাইকিং এর মাধ্যমে রাজাবাজার, পার্ক সার্কাস, মটপুকুর এবং তিলজলা সংলগ্ন এলাকা পরিদর্শন করার পাশাপাশি সাফাইকর্মীদের মাস্ক, হ্যান্ডগ্লাভস বিতরণ করা হল এবং ঝাড়ু হাতে সাফাইকর্মীদের সঙ্গে সাফাই কাজে ব্যবহৃত সামগ্রী স্যানিটাইজ করার ব্যাপারে সচেতন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যাঁরা আমাদের প্রিয় শহরকে পরিষ্কার রাখেন, তাঁদের সঙ্গে থাকা আমাদের মানবিক দায়িত্ব। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের মতোই জীবনের ঝুঁকি নিয়ে সাফাইকর্মীরাও নিরন্তর কাজ করে যাচ্ছেন। তিনি বললেন তাঁরা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এটাই হৃদয় থেকে কামনা করি। কোভিড-১৯ এর বিরুদ্ধে জয় আমাদের হবেই। বাংলা কখনও হারে না। জয় আমাদের হবেই। ব্যাধি দূরে যাক। পৃথিবী সুস্থ হোক। বাংলার সরকার সবসময় মানুষের পাশে ছিল, আছে, থাকবে।
Click the video below :