-Advertisement-

কোলকাতাকে গ্রীন জোন করতে এবার মাছের বাজার নিয়ন্ত্রন করা হবে

কলকাতা

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

মৎস্যপ্রিয় বাঙ্গালীর এই করোনা সংকটকালেও মাছের বাজারে যাওয়া থেকে বিরতি নেই। প্রতিদিন সামাজিক দুরত্ত্বের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে ভিড় বেড়েই চলেছে এখানে। মুখে মাস্ক থাকলেও গা ঘেঁষাঘেঁষি করে মাছ কেনা কিছুতেই নিয়ন্ত্রনে আনা যাচ্ছে না।

তাই গতকাল থেকে কোলকাতার সমস্ত রেশন দোকান ও মাছের বাজারে অভিযান করছে পুরসভা। যদি কোনভাবে এই ভীড়কে বাগে আনা না যায় তবে বাজারের সেই অংশ সীল করে দেওয়া হবে বলে জানিয়েছেন তারা। হাতিবাগান, মানিকতলা, গড়িয়াহাট থেকে শুরু করে বেশ কয়েকটি মার্কেটে মাছবাজারের ভিড় কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে এদিন টাস্ক ফোর্সের বৈঠকে রিপোর্ট জমা পড়ে।

-Advertisement-

মহানগরীকে রেড জোন থেকে ১৪ দিনের মধ্যে গ্রীন জোনে নিয়ে যেতে পুলিশ, রেশন অফিসার ও পুর স্বাস্থ্যকর্তাদের নিয়ে তিনটি টাস্ক ফোর্স গঠন করেন মেয়র ফিরহাদ হাকিম। প্রথম টাস্ক ফোর্স বাজারে ঘুরবে, বিশেষ করে মাছবাজারে। দ্বিতীয় টাস্ক ফোর্স রেশন দোকানে নজর রাখবে। যদি কোনও ডিলারের মাল মজুতে সমস্যা হয় তবে তা পুরসভাই নিয়ন্ত্রণ করবে। তৃতীয় টাস্ক ফোর্স, মাইক্রোপ্ল্যানিং মেনে পুরসভার স্বাস্থ্য দপ্তরের কাজে সমন্বয় করবে। ইতিমধ্যেই বেলগাছিয়া, তপসিয়া ইত্যাদি অঞ্চলের ঘিঞ্জি বস্তিতে র‍্যাপিড টেস্ট শুরু হয়ে গেছে। আগামী দিনে আরও অঞ্চলকে এই টেস্টের আওতায় আনা হবে।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-