সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ফ্যাডেলা চেইব জানিয়েছেন, করোনাভাইরাসের উৎপত্তি ২০১৯ সালের শেষের দিকে চীনের এক বাদুর প্রজাতির থেকে। এটি কোন পরীক্ষাগারে নির্মিত ভাইরাস না। তিনি আরও বলেন,” সমস্ত প্রাপ্ত প্রমাণ থেকে জানা যায় যে ভাইরাসটিতে প্রাণীজ উৎস রয়েছে এবং এটি কোনও ল্যাব বা অন্য কোথাও কোনও নির্মিত ভাইরাস নয়। ”
জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুসারে সারা পৃথিবীতে এখনও পর্যন্ত প্রায় ২.৫ লক্ষ মানুষ করোনা আক্রান্ত ও ১,৭০,০০০ মৃত।
WHO আরও জানিয়েছে যে তারা এখনও অব্দি মার্কিন অনুদান থেকে বঞ্চিতই রয়েছে। অন্যান্য দেশের অনুদান অবশ্য আসছে বলে স্বীকার করেছেন তারা।