সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
ব্যারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালের মেডিসিন বিভাগের এক মহিলা ডাক্তারের গত মঙ্গলবার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ায় স্বাস্থ্য দপ্তর থেকে সত্ত্বর বন্ধ করে দেওয়া হয় মেডিসিন সহ ওই হাসপাতালের আরও কিছু বিভাগ।
ওই অঞ্চলের ঘটকপাড়ার এক বৃদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কিছুদিন আগেই ওই হাসপাতালে উক্ত মহিলা ডাক্তারের চিকিৎসাধীন ছিলেন। সম্ভবত ওই বৃদ্ধার থেকেই আক্রান্ত হন তিনি। এই ঘটনার পর ওই মহিলা চিকিৎসকের সংস্পর্শে আসা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর পরিবারের প্রায় ৭০ জনকে চিহ্নিত করে এদের মধ্যে সরাসরি সংস্পর্শে আসা ২২ জনকে বারাসাত অ্যাডামাস কোয়ারান্টিন সেন্টারে পাঠানো হয়েছে। বাকিদের হোম কোয়ারান্টিনে থাকতে বলা হয়েছে।
ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাস বলেন,” আমরা যথাসম্ভব চেষ্টা করছি যাতে অতি দ্রুত এরকম গুরুত্বপূর্ণ হাসপাতালকে স্বাভাবিক অবস্থায় ফেরানো যায়।”